শ্রীমঙ্গলে প্রস্তুত ১৬৭ টি পূজা মন্ডপ

September 26, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  ওই শুনি যেন চরণ ধ্বনি রে – হ্মণে হ্মণে শঙ্খ উঠে বাজি – সনতনী সম্প্রদায়ের গহন অন্তরে আজ অনুভূত হচ্ছে মায়ের আনন্দময়ীর আগমনবার্তা । শারদীয় দূর্গোউৎসব অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্য । দূর্গোউৎসব দেশের সনাতনী সমাজের গন্ডির ভিতরে সীমাবদ্ধ নেই। দেশের সীমানা পেরিয়ে এই উৎসব আজ বিশ্ব সমাজে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরছে। সার্বজনীন এই উৎসবকে ঘিরেই বাঙালির সকল সম্প্রদায়ের সেতুবন্ধন মিলনমেলার পটভূমি তৈরি করে।

আদিকাল হতেই এ দেশের সকল সনাতনী সম্প্রদায় আশ্বিনের শুক্লা পঞ্চমী তিথি থেকে দশমী পর্যন্ত সিংহ বাহিনী দেবী দূর্গার দশভূজা প্রতিমার মাধ্যমে আরাধনা করে আসছে। ধরিত্রীর সকল অশুভ শক্তির বিনাশ আর জাগতিক মঙ্গল কামনায় দেবীর আরাধনা করেন ভক্তরা। দেবী দূর্গা সকল দেবী শক্তির সমন্বিত পরমা শক্তি তিনি শুভ শক্তির প্রতিক। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সনাতনী সম্প্রায়ের মধ্যে তৈরী হয়েছে ভিন্ন মাত্রা। মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি ঢাকের বাঁজনা, উলুধ্বনি ও আরতীতে মুখর হবে উপজেলার বিভিন্ন মন্ডপগুলো।

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল জানান, এবছর শ্রীমঙ্গল উপজেলায় ব্যক্তিগত ১২টি এবং সার্বজনীন ১৫৫ টি পূজা মন্ডপ রয়েছে। এর মধ্যে এবার নতুন দুটি সার্বজনীন পূজা মন্ডপ বেড়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, প্রত্যেকটি ইউনিয়নে একজন করে অফিসার দেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তার জন্য। সব পূজা মন্ডপ কমিটির সাথে আলাপ করা হয়েছে এবং আসন্ন দুর্গা উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপন হয় সে লক্ষ্যে কাজ করছে মৌলভীবাজার পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com