জুড়ীতে মেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময়

জুড়ী প্রতিনিধি॥ সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে জুড়ী উপজেলা প্রতিবন্ধীকল্যাণ সংস্থার সাহায্যার্থে আয়োজিত শিল্প ও পণ্য মেলার সার্বিক বিষয় নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেলার প্রধান আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মঈন খাঁন বাবলু বলেন, আমরা মেলায় দর্শনার্থী বৃদ্ধির জন্য র্যাফেল ড্র আয়োজন করেছি। আর ওই র্যাফেল ড্র এর লভ্যাংশ জুড়ী উপজেলার প্রতিবন্ধীদের কল্যাণে ব্যায় হবে। কিন্তু দুঃখজনক হলো এ নিয়ে বিভিন্ন ভাবে একটি কু-চক্র মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এখন থেকে মেলার প্রবেশ টিকেট দিয়েই র্যাফেল ড্র হবে। মেলায় অশ্লীলতা ও জুয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, জুড়ী উপজেলার প্রতিবন্ধীদের উন্নয়নে আয়োজিত মেলাটিকে স্বাগত ও অভিনন্দন জানাই সোসিও কর্তৃপক্ষকে তারা যে এতো সুন্দর ও মহৎ উদ্যোগ নিয়েছে। জুড়ীবাসি মেলাটি উপভোগ করছেন। তাই সবার সহযোগিতায় মেলাটি সুন্দর ভাবে শেষ হউক এই কামনা করি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ মেলার সুন্দর করার স্বার্থে সকলের সহযেযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শাহাব উদ্দিন লেমন, শ্রীকান্ত দাস, এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুুল আম্বিয়াসহ জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে শিল্প পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন। এরপর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলছে মেলা। মেলায় প্রতিদিনই জুড়ীর হতদরিদ্র প্রতিবন্ধীদেরকে নিয়মিত প্রদান করা হচ্ছে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
মন্তব্য করুন