শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন  হান্নান সভাপতি-মোশাইদ সম্পাদক নির্বাচিত

September 28, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার ২৭ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।

সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় এএটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বচনে মোট ১৬২২ জন ভোটারের মাঝে ১৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। রাত সোয়া ১১টায় নির্বাচনী ফলাফলে সভাপতি পদে মো. আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান মোশাইদ নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি ডা. জিল্লুল হক, সহ সাধারণ সম্পাদক বদিউল আলম বড় ভূঁইয়া, কোষাধ্যক্ষ জাহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আহমদ, সদস্য পদে-১নং ওয়ার্ডে নুর হোসেন, মোহন ফকির, আক্কল আলী, ২নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ইয়াজিদ খান, আহাদ মিয়া, ৩ নং ওয়ার্ডে শাহীন মিয়া, ইকবার মিয়া ও কয়েছ মিয়া।

নির্বাচিত হয়েছেন।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিসাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা বলেন, বেশী ভোট থাকায় গণনা করে ফলাফল ঘোষণায় রাত ১১টা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com