কমলগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে সচেতনতামুলক পথসভা অনুষ্ঠিত

September 28, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  “নিরাপদ সড়ক সুস্থ্য জীবন নিয়ন্ত্রিত গতিতে চলুক” এই স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে নাগরিক সমাজের পক্ষে “হৃদয়ে কমলগঞ্জ” নামক একটি সামাজিক সংগঠন মানববন্ধন ও সচেতনতামূলক পথসভা করেছে।

২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ভানুগাছ বাজার চৌমুহনায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী জাকির হোসেন এর সভাপতিত্বে পথ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো ও অপ্রাপ্ত বয়স্ক কোন চালক যাতে গাড়ি না চালায় সে ব্যাপারে সচেতন করেন। মানববন্ধন ও পথ সভায় নানা পেশার মানুষজন অংশ গ্রহন করেছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com