তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধকরণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নজরুল ইসলাম মুহিব॥ জুড়ি উপজেলার জায়ফনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ও জায়ফনগর উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় “সমদ্ধির বাংলাদেশ” শীর্ষক প্রচার কাজের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগনকে সম্পৃত্তকরনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১ জায়ফনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল হোসেনের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জুড়ি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ওসি তদস্ত আমিনুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খুশি।
বক্তব্য রাখেন ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আজাদ মিয়া, সেলিনা আক্তার, শিক্ষক ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ প্রমুখ।
সভায় বক্তারা মাদক জঙ্গিবাদ, দৃনীতি,বাল্যবিবাহ, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে জন সচেতনতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন