শ্রীমঙ্গলে শিশুদের হাতে নতুন পোশাক বিতরণ

September 29, 2019,

বিকুল চক্রবর্ত্তী॥ শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলো মানবতার সেবায় নিয়োজিত উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠন।

২৯ সেপ্টেম্বর রোববার সকালে ‘নতুন পোশাকে কোমল প্রাণ, হাসবে শিশু গাইবে গান’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার ক্লোনেল চা বাগানে তরুনদের সংগঠন উদ্দীপ্ত তারুণ্য’র আয়োজনে প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়।

নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, আমার বাড়ি রির্সোটের সত্বাধিকারী সমাজসেবী সজল কুমার দাস, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায়, মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নোমান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাস সুমন, ক্লোনেল চা বাগানের সহকারী ব্যবস্থাপক রনি ভৌমিক প্রমুখ।

উদ্দীপ্ত তারুণ্য’র মুখপাত্র সানজিতা শারমিন জানান, পূজোয় ইচ্ছে থাকলেও অনেকেই ছেলেমেয়েদের নতুন জামা কিনে দিতে পারেন না। এবারের পূজোয় যেন শিশুরা নতুন কাপড় পড়তে পারে সে জন্য আমরা সংগঠনের সদস্যরা চাঁদা দিয়ে ও শুভাকাংঙ্খিদের সহায়তায় প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com