কুলাউড়ার চাতলাপুরে রৌপ্যকাপ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

July 2, 2013,

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে ইয়াংস্টার ক্লাব চাতলাপুর (৪৪ পাট্টা)’র আয়োজনে গত ৩০ জুন রোববার ৪৪ পাট্টা ফুটবল খেলার মাঠে বিকাল ৩টায় রৌপ্যকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দু, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক ও কাপদাতা মোঃ ইফতেখার আহমেদ, এটি খান শুভ, ইয়াংস্টার ক্লাবের সভাপতি প্রদীপ গোয়ালা, সম্পাদক ঝন্টু বাউরী, বাগান পঞ্চায়েত সভাপতি গিলবাক ইন্দুয়ার, সহ সভাপতি মন্টু মাদ্রাজী, সহ সভাপতি কেলেমেন কিক্রি, সাধারণ সম্পাদক সাধন রায়, সহ সাধারণ সম্পাদক সম্পদ দাস, শরীফপুর ইউপি সদস্য রাধা কিশোন কুর্মী, বাবু প্রদীব বৈদ্য, টিলাবাবু প্রফুল্ল রায়, মুক্তিযোদ্ধা নির্মল দাস, গণেশ গোয়ালা, রামজনম ভর, সিতারাম ভীং, রামভজন কৈরী, অনিল বাড়াইক, দিলীপ গোয়ালা প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন কার্তিক অলমিক। সমাপনী খেলায় লায়নস স্পোর্টিং ক্লাব চাতলাপুর ইয়াং স্টার ক্লাব-৪৪ পাট্টা’কে ১-০ গোলে ট্রাইব্রেকারে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। গ্রুপ নৃত্য পরিবেশন করেন কিশোরের দল। ফাইনাল খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম, আগস্টিং ও বিধান রায়।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে ইয়াংস্টার ক্লাব চাতলাপুর (৪৪ পাট্টা)’র আয়োজনে গত ৩০ জুন রোববার ৪৪ পাট্টা ফুটবল খেলার মাঠে বিকাল ৩টায় রৌপ্যকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দু, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক ও কাপদাতা মোঃ ইফতেখার আহমেদ, এটি খান শুভ, ইয়াংস্টার ক্লাবের সভাপতি প্রদীপ গোয়ালা, সম্পাদক ঝন্টু বাউরী, বাগান পঞ্চায়েত সভাপতি গিলবাক ইন্দুয়ার, সহ সভাপতি মন্টু মাদ্রাজী, সহ সভাপতি কেলেমেন কিক্রি, সাধারণ সম্পাদক সাধন রায়, সহ সাধারণ সম্পাদক সম্পদ দাস, শরীফপুর ইউপি সদস্য রাধা কিশোন কুর্মী, বাবু প্রদীব বৈদ্য, টিলাবাবু প্রফুল্ল রায়, মুক্তিযোদ্ধা নির্মল দাস, গণেশ গোয়ালা, রামজনম ভর, সিতারাম ভীং, রামভজন কৈরী, অনিল বাড়াইক, দিলীপ গোয়ালা প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন কার্তিক অলমিক। সমাপনী খেলায় লায়নস স্পোর্টিং ক্লাব চাতলাপুর ইয়াং স্টার ক্লাব-৪৪ পাট্টা’কে ১-০ গোলে ট্রাইব্রেকারে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। গ্রুপ নৃত্য পরিবেশন করেন কিশোরের দল। ফাইনাল খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম, আগস্টিং ও বিধান রায়। এম. মছব্বির আলী॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com