গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯
July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ ১১ জুলাই শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। মৌলভীবাজার জেলা বড়লেখা থানাধীন আটবন্দ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক সুমন আহমেদ (৩০), পিতা- মৃত আকলাস আলী, সাং- বারইগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার ’কে গ্রেফতার করে তার হেফাজত হতে ০৪ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন