(ভিডিওসহ) শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন
July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
শনিবার ১১ জুলাই সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এদিকে মহামারীর করোনাভাইরাস নিয়ে মৌলভীবাজার জেলার সকল প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে মতবিনিময় করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
মন্তব্য করুন