(ভিডিওসহ) মৌলভীবাজারে করোনা চিকিৎসার জন্য সদর হাসপাতারণ দুটি ভ্যান্টিলেটর ও দুটি অক্সিজেন কন্টিনট্রেটর প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার করোনা প্রতিরোধে ত্রাণ বিতরণ,স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুণ্ঠিত হয়।
১১ জুলাই দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিগরি মাদ্রসা শিক্ষা বোর্ডের সচিব মোঃ আমিনুল ইসলাম খান। পরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ মতবিনিময় সভায় অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সভায় মৌলভীবাজারে করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে সচিব মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করে করোনা আক্রান্তদের সুষ্ঠু চিকিৎসার জন্য দুটি ভ্যান্টিলেটর ও দুটি অক্সিজেন কন্টিনট্রেটর এবং প্রধান মন্ত্রীর দেয়া করোনা রোগিদের খাদ্য উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি নেছার আহমদসহ হাসপাতাল কতৃপক্ষ।
মন্তব্য করুন