রুপি মিয়ার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান রুপি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি ৯ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১১. ১৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। জেলা বিএনপির সভাপতি এক শোক বার্তায় উল্লেখ করেন ব্যক্তি জীবনে মরহুম রুপি মিয়া একজন অমায়িক ও ভালো মানুষ ছিলেন।
মরহুম রুপি মিয়াকে চাচা উল্লেখ করে বলেন, তার মরহুম পিতা এম সাইফুর রহমানের সহপাঠী ও বাল্যবন্ধু ছিলেন। মরহুম রুপি মিয়ার মৃত্যুতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তওফিক দেন।
মন্তব্য করুন