মাওলানা নাসির উদ্দীনের মৃত্যুতে বিএনপি সভাপতি নাসের রহমানের শোক

July 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম এর ছোট ভাই, ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাসির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
৭ জুলাই মধ্য রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। জেলা বিএনপি’র পক্ষে শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা নাসির উদ্দীন একজন বিনয়ী, ধর্মপ্রাণ ও ভালো মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে মরহুম মাওলানা সাহেব অসংখ্য ছাত্র-ছাত্রীকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com