চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা নারীকে হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯
July 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
১২ জুলাই রোববার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শমসেরনগর এলাকা হতে অন্তঃসত্ত্বা নারী (২২) কে গলায় রশি দিয়া ফাঁস লাগিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় পলাতক আসামি জনৈক মোস্তাক আহমেদ (২০), আব্দুল মুকিদ (২৬), উভয়ের পিতা- মোঃ হাছলু মিয়া, সাং-দক্ষিণ পাবই, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার’দ্বয়কে গ্রেফতার করে।
মামলাটি কুলাউড়া থানায় তদন্তাধীন থাকায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন