ঊষার আলোর সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের উদ্যাগে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন রবিবার ১২ জুলাই দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইদুল ইসলাম মান্নার সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠিতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আকতার উদ্দিন আহমদ,
রনি আহমেদ, হায়দার আলী নয়ন, জুবায়ের আহমদ রাজু, তায়েফ আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এসএন সাকিব, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান দুরুদ, প্রচার সম্পাদক শাহরিয়ার খান সাকিব, মান্না আহমেদ, শেখ শাহ নেওয়াজ ঈশান, প্রশান্ত দেবনাথ, তারেক আহমদ, রিয়াজুল ইসলাম, নাঈম আহমদ, আহমেদ মানিক, সাকেদ আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন