নৌবাহিনীর (অবঃ) চিফ পিটি অফিসার করোনায় মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

July 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার, নৌবাহিনীর (অব:) চিফ পিটি অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন (৬৫), করোনা পজেটিভ নিয়ে শনিবার রাত ১০ ঘটিকার সময়, ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন।
রবিবার ১২ জুলাই ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং মৃতব্যক্তির আত্মীয়গন তাদের জানালে সকল সদস্যকে নিয়ে দাফন-কাফনের জন্য যান। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের পক্ষ থেকে কবর খনন করেন, টিম প্রধান হারুন মিয়া এবং তার সদস্যগণ। বিকাল ৩ ঘটিকার সময় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের ইমামতি করেন, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া। দাফন-কাফনে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওঃ এম এ রহীম নোমানী সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, সদস্য হাফেজ মাওলানা হেলাল বিন আব্দুল মালেক, হারুন মিয়া, সাংবাদিক জালাল উদ্দিন, মাওলানা নাঈমুল ইসলাম হেলাল, হাফেজ আব্দুর রাজ্জাক প্রমূখ।
ইহা ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের ১২তম দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদরে ২টি, শ্রীমঙ্গল উপজেলায় ৬টি, জুড়ী উপজেলায় ২ টি, কুলাউড়া উপজেলায় ১ টি এবং বড়লেখা উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।
এছাড়াও জনগণের চাহিদার ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেয়ার কাজও করছেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com