নতুন করে জেলায় করোনায় আক্রান্ত ২৩ : মোট আক্রান্ত ৬৮০ জন : করোনায় মৃত্যু ১৩ জন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় প্রতিদিন করোনা ভাইরাসে সংক্রামন বৃদ্ধি পাচ্ছে। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে। ১২ জুলাই রাতে সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
যাদের মধ্যে জেলা সদরের, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫০ শয্যা হাসপাতাল, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ীতে রয়েছেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৪ জন। হাসপাতালে চিকিসাৎধীন আছেন ৬০ জন। জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৩ হাজার ৭৭ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৫৮ জন। পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৫’শ।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৭ জন।
মন্তব্য করুন