বাংলাদেশ অর্থনীতি অঞ্চলের গভর্ণিং বোর্ডের সদস্য হলেন কামাল হোসেন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০ এর ধারা ২১ অনুযায়ী নিম্নবর্ণিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি এবং মহিলা উদ্যােক্তা কে দুই বছরের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর গভর্নিং বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেনকে। সোমবার ১৩ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গভর্নিং বোর্ডের সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদস্যরা হলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মৌলভীবাজার চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন, মহিলা উদ্যোক্তা বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমদ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শামস মাহমুদ।
মন্তব্য করুন