প্রবীণ সাংবাদিক সম্মাননা : সততা ও নিষ্টার সাথে দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহবান, নেছার আহমদ-এমপি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম এর সাংবাদিকতার অর্ধশত বর্ষ উদযাপন ও ষাটের দশকের প্রবীণ সাংবাদিকদের সম্মাননা দিলো মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।
মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংবর্ধিত প্রবীণ সাংবাদিকদের অনুস্মরণ করে নবীন সাংবাদিকরা নিজেদের সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবেন। সততা ও নিষ্টার সাথে দেশ মানুষ ও সমাজের কল্যাণে নবীন সাংবাদিকদের কাজ করার আহবান জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লার সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি।
অতিথিদের প্রথমে উত্তরিয় পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেন এস এম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, ডাঃ ছাদিক আহমদ, বকশি মিছবা উর রহমান, তমাল ফেরদৌস দুলাল, আকমল হোসেন নিপু, চৌধুরী ভাস্কর হোম চৌধুরী, ইমন দেব চৌধুরী, আফরোজ আহমদ, আব্দুর রব, সঞ্জয় কুমার দে, সৈয়দ বয়তুল আলী মোঃ আমির, জুলফুকার আলী ভুট্টু, মঞ্জু বিজয় চৌধরী, সহ ইমজার সদস্যরা।
অনুষ্ঠানে ষাটের দশকের প্রবীণ সাংবাদিক হিসেবে যাদেরকে সম্মাননা দেওয়া হল সেই শ্রদ্ধেয়জনরা হলেন, প্রবীণ সাংবিাদিক এম এ সালাম, দৈনিক মানবজমিনের প্রদান সম্পাদক দেশের সনামধন্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক আইনজীবী লেখক ও গবেষক মুজিবুর রহমান মুজিব, গোলাম মুহিত খান, এডভোকেট হারুনূর রশিদ, মোঃ মান্নান। সম্মানা প্রাপ্তদের মধ্যে অনুষ্ঠানে একমাত্র উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ সালাম।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যাক্তিত্ব এম এ সালামের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাজনগর সরকারী কলেজের সহকারী অধ্যাপক রজত কান্তি গোস্বামী। গুনি সাংবাদিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপর বক্তব্য উপস্থাপনা করেন সাংবাদিক সারোয়ার আহমদ। এডভোকেট মুজিবুর রহমান মুজিবের উপর বক্তব্যদেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন। গুনি সাংবাদিক হারুনুর রশিদ অ্যাডভোকেট এর উপর বক্তব্য উপস্তাপন করেন আবদুল হামিদ মাহবুব। প্রবীণ সাংবাদিক গোলাম মুহিত খান এর উপর বক্তব্য উপস্থাপন করেন ইমজার প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও প্রবীণ সাংবাদিক এম এ মান্নান এর উপর বক্তব্যদেন বাংলার দিন এর সম্পাদক বকশি ইকবাল।
এ সময় স্মরণ করা হয় প্রয়াত সাংবাদিক মোঃ ফিরোজ মিয়া অ্যাডভোকেট, শওফকতুল ওয়াহিদ, সৈয়দ মতিউর রহমান, গজনফর আলী চৌধুরী, রাধিকা মোহন গোস্বামী, আব্দুন নুর, সামছুজ্জামান চৌধুরী সাকি ও এন আই আজিজুল হক ইকবালসহ আরো আরো যারা প্রয়াত হয়েছেন তাদের।অনুষ্ঠানে অন্যান্য বক্তরা ইমাজার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ জেলার ষাটের দশকের সাংবাদিকরা আজকে দেশের অনেক বড় মিডিয়া হাউজ চালাচ্ছেন। তাদের অনুস্মরণ ও অনুকরণ করে এখানকার অনেক সাংবাদিক এ জেলাসহ দেশের সার্বিক কল্যাণে নিবেদীত হয়ে কাজ করছেন। তাদেরকে সম্মাননা দেওয়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রকৃত সৎ ও স্বচ্ছ মহৎপ্রাণ সাংবাদিকতা পেশায় কর্মরত হতে উজ্জীবিত করল।
মন্তব্য করুন