কমলগঞ্জে ২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি আটক

July 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক রাজ কুমার নুনিয়া (৪২) আলীনগর চা বাগানের গুলিমাড়া এলাকার মৃত দ্বীপনারায়ণ নুনিয়ার ছেলে। গত সোমবার ১৩ জুলাই রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আফসার হামিদ ও আয়েছ মাহমুদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আফসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে আলীনগর ঈদগাহ মাঠ এলাকায় রাজকুমার নুনিয়ার ব্যাগ তল্লাশিকালে বিভিন্ন বহন করা ২৫ লিটার ঘরে তৈরী দেশীয় চোলাই মদসহ তাক হাতেনাতে আটক করা হয়।
এ ব্যপারে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে রাজকুমারকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com