শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

July 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী মারিয়া ও শাম্মি নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মারিয়া ও শাম্মি সন্ধ্যার কিছু আগ থেকে ঘরের পাশে খেলছিলো। সন্ধ্যার পরে তারা ঘরে ফিরে না আসলে তাদের খোজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ীর পাশে পুকুরে ২ শিশু মরদেহ ভেসে ওঠে দেখেন। মারিয়া বাবা ফরুক মিয়া ও শাম্মি বাবা মধু মিয়া একই এলাকায় পাশাপাশি বাসায় বসবাস করতেন এবং তারা উভয়ই দিন মজুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুদুটির পরিবার থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা অনুমতি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com