সদর উপজেলার মল্লিকসরাই করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু : দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

July 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সিরাজ মিয়া (৫০) নামের এক ব্যক্তি।

জেলায় ১৫ জুলাই বুধবার সিরাজ মিয়া পিতা মৃত চান মিয়া, সকাল ৬.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম এর অনুমতিক্রমে মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করি।

সকাল ১১টা থেকে দাফন কার্য শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। দুপর ১.৪৫ মিনিটের সময় সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার ইমামতিতে, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের উপস্থিতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়। ইকরামুল মুসলিমীনের ১৩ম দাফন-কাফন।

শ্রীমঙ্গল উপজেলায় ৬ টি, মৌলভীবাজার সদরেআজসহ ৩টি, জুড়ীতে ২টি, বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com