ভ্রাম্যমাণ আদালতের ৬৫ মামলায় জরিমানা ৩৫ হাজার টাকা

July 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাহিরে চলাচলে মুখে মাস্ক নেই, মানছেন না করোনাকালীন স্বাস্থ্যবিধি। এমন কারণে ১৫ জুলাই বুধবার শহরের বিভিন্ন স্থানে ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি না মানা, পণ্যের দাম বেশি রাখা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬৫ মামলায় ৩৪ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়। বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজনগর উপজেলার সহকারী কমিশনার ভুমি উর্মি রায়, নির্বাহী ম্যাজেস্ট্রেট সুমন চন্দ্র দাশ, মোঃ নেছার উদ্দিন, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, বেগম মৌসুমি আক্তার, মো. রফিকুল ইসলাম, অর্নব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করেন।

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে জেলায় করোনাভাইরাসের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com