৮ আগস্ট থেকে ঘরে বসে ‘সততা’ পরীক্ষা নিবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

স্টাফ রিপোর্টার॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্ত মোতাবেক বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের পড়াশুনা গতিশীল রাখতে অভিভাবকদের সহযোগিতায় ঘরে বসে সততা-পরীক্ষা (১) নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।
৮ আগস্ট থেকে সততা পরীক্ষা (১) শুরু হবে এবং শনিবার সকাল ১১টায় পরীক্ষার রুটিন অনলাইনে এবং অভিভাবকদের মুঠোফোন/ মেসেঞ্জারে/হোয়াটসঅ্যাপ এ পাঠানো হবে বলে স্কুল সুত্রে জানা যায়।
১৫ জুলাই বুধবার সকালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির জানান-
দেশে করোনা সংক্রমন শুরুর দিকে গত ১৭ মার্চ থেকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্ত মোতাবেক বন্ধ রয়েছে। বন্ধ থাকাবস্থায় আমাদের শিক্ষকরা যথাসাধ্য অনলাইনে ক্লাস করানোর চেষ্টা অব্যাহত রাখলেও সকল শিক্ষার্থীর বাড়িতে ইন্টারনেট সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে খুবই সীমিত সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। এভাবে সীমিত পরিসরে অনলাইনে ক্লাস নেয়া সম্ভব হলেও সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে না পারায় অনলাইনের ক্লাস কিংবা বাড়িতে ব্যক্তিগত পড়াশুনায়ও আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকরাও রয়েছেন আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে। কারণ স্কুল বন্ধ থাকায় এবং লকডাউনের কারণে আয় রোজগার না থাকায় অভিভাবকরা সন্তানদের নিয়মিত বেতন পরিশোধ করতে পারছেন না। সব মিলিয়ে এই মুহুর্তে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবক, শিক্ষক ও সচেতন ব্যক্তিবর্গ উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন।
এ অবস্থায় সরকারের নির্দেশনা বিবেচনায় নিয়ে ঘরে বসেই সততা পরীক্ষার ব্যবস্থা করা গেলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পড়াশুনা সংক্রান্ত বিদ্যমান সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করি। তাই আমাদের প্রতিষ্ঠান আগামী ৮ আগস্ট থেকে শিক্ষার্থীদের ঘরে বিেস সততা পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়ে ঘরে বসেই স্কুল কর্তৃক নির্ধারিত প্রশ্নে পরীক্ষা দিবে এবং অভিভাবকরা পরীক্ষক হিসেবে দেখাশোনা করবেন। উত্তরপত্র মূল্যায়ন করবেন সংশ্লিষ্ট স্কুল শিক্ষকরা।
মন্তব্য করুন