২৪ ঘন্টা ফ্রী অক্সিজেন ও নেবুলেইজার সেবায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যাক্তির দাফন কাজে বিনা পারিশ্রমিকে নিয়োজিত করোনা মহামারীতে ১ম সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন বিগত কয়েকদিন থেকে তাদের নতুন সেবা ফ্রী অক্সিজেন ও নেবুলেইজার সার্ভিস চালিয়ে যাচ্ছে। মোবাইলে কল পাওয়া মাত্র চলে যান রোগীর বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিয়ে যান। এ ব্যাপারে সংগঠনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার বলেন,পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, তানভীর আহমদ তরফদার পরিবার ও উনার বন্ধু মহলের সহযোগিতায় আমরা অক্সিজেন ও নেবুলেইজার পেয়েছি বলে আজ আমরা মানুষের কল্যানে তা ব্যবহার করছি।
আমরা ইতিমধ্যে জেলার কয়েকটি থানায় এ সুবিধা দিয়ে আসছি আর আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, আমরা মানুষের সুখের দিনে নয় দুঃখের দিনে মানুষের পাশে থেকে সেবা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন