২৪ ঘন্টা ফ্রী অক্সিজেন ও নেবুলেইজার সেবায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন

July 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যাক্তির দাফন কাজে বিনা পারিশ্রমিকে নিয়োজিত করোনা মহামারীতে ১ম সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন বিগত কয়েকদিন থেকে তাদের নতুন সেবা ফ্রী অক্সিজেন ও নেবুলেইজার সার্ভিস চালিয়ে যাচ্ছে। মোবাইলে কল পাওয়া মাত্র চলে যান রোগীর বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিয়ে যান। এ ব্যাপারে সংগঠনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার বলেন,পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, তানভীর আহমদ তরফদার পরিবার ও উনার বন্ধু মহলের সহযোগিতায় আমরা অক্সিজেন ও নেবুলেইজার পেয়েছি বলে আজ আমরা মানুষের কল্যানে তা ব্যবহার করছি।
আমরা ইতিমধ্যে জেলার কয়েকটি থানায় এ সুবিধা দিয়ে আসছি আর আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, আমরা মানুষের সুখের দিনে নয় দুঃখের দিনে মানুষের পাশে থেকে সেবা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com