ইয়াবাসহ বড়লেখার অস্ত্র মামলার আসামি জুড়ীতে গ্রেপ্তার

July 16, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ি থানা পুলিশ ইয়াবাসহ বড়লেখার অস্ত্র মামলার আসামি সুহেল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে। বুধবার ১৫ জুলাই বেলা দুইটায় উপজেলার পুর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল বড়লেখা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তেলিগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। তার বিরুদ্ধে গরু চোরাচালানের অভিযোগ রয়েছে।
এছাড়া প্রায়ই তিনি ওই এলাকায় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করতেন। বুধবার জামকান্দি গ্রামে সোহেল দীর্ঘ সময় ঘোরাফেরা করলে এলাকাবাসীর সন্দেহ হয়।
পরে তার ব্যবহৃত একটি লাইটেস গাড়ীসহ তাকে আটক করে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে আসা হয়।
পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ জানান, সোহেল মূলত ইয়াবা কারবার ও গরু চোরাচালানের সাথে জড়িত। তবে মাঝেমধ্যে বড়লেখা থানার এসআই পরিচয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা দাবি করতো। এলাকাবাসী তাকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসলে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার রাত সাড়ে এগারোটায় জানান, সোহেলের বিরুদ্ধে বড়লেখা থানায় অস্ত্র আইনে একটি মামলা (নম্বর ২৫ তারিখ ৩০/০৬/২০১৯) রয়েছে এবং সে এ মামলায় জামিনে আছে।
বুধবার তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com