নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জুড়ী থানার পুলিশ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার থানা জুড়ী নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন পুলিশ সদস্যরা। এর বাইরে বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায়ও বিভিন্ন দায়িত্বে যুক্ত করা হয়েছে তাদের। তবে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ছাড়াই এসব দায়িত্ব পালন করতে হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জুড়ী থানার পুলিশ সদস্যদেরও।
অসহায় মানুষদের মধ্যে কখনো দিনে কখনো রাতের আঁধারে অতি গোপনে মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করে থাকেন। কখনও খাবার বিতরণ, কখনও নগদ অর্থের মাধ্যমে, কখনও বা মানসিক ভাবে সহায়তা করে থাকেন।
াদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতভর ডিউটি করে যাচ্ছে মানুষের কল্যাণের জন্য।তারা খাইতে বসলেও শান্তিতে খাবার খাইতে পারতেছে না। ফোন পেয়ে তারাতাড়ি চলে আসতে হচ্ছে মানুষের বিপদে আপদে। মানুষকে এতো বুঝানোর পরও বুঝতেছে না তাদের এতো কষ্ট এতো পরিশ্রম সকলই তো মানুষের কল্যানের জন্য।মানুষ বাড়িতে আরাম করে ঘুমিয়ে আছে কিন্তু পুলিশ মাঠে নেমে ডিউটি করতেছে।
পুলিশ দেখে দৌড়ে চলে যাওয়া, পুলিশ চলে গেলে আবার রাস্তায় বাজারে দাড়িয়ে থাকা, এই পুলিশ পুলিশ খেলা বাদ দেন , এখনো সময় আছে, বাসায় থাকুন,নিজে বাচুনও অন্যকে বাচান, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন সরকারি আইন মেনে চলুন পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ আপনার শত্রু নয় পুলিশ আপনার বিপদের বন্ধু। স্বাস্থ্যবিধি সহ আইন মেনে চলুন। পুলিশের উপর আস্থা রাখুন এবং সরকারী সিদ্ধান্ত মেনে চলুন।
মন্তব্য করুন