(ভিডিওসহ) মৌলভীবাজার করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রাণঘাতি করোনা ভাইরাস জনিত সংক্রমন রোগ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ মাক্স পড়া নিশ্চিত করণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে শহরে জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে র্যালিটি পৌরসভা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় পৌর মেয়র মোঃ ফজলুর রহমান পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিপলেট ও মাস্ক বিতরণ করেন।
প্রচারণাকালে তিনি জানান, দিন দিন মৌলভীবাজারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এ অবস্থায় সবাইকে আর বেশি সচেতন হতে হবে, মাস্ক পড়ে বাহিরে বের হতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে ও আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখার আহ্বান করেন।
জনসচেতনতামূলক র্যালীতে পৌর কাউন্সিলারবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
মন্তব্য করুন