শ্রীমঙ্গলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মুজিব বর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“মুজিববর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন পাঙ্গন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা। এর পরপরই সারাদেশের ন্যায় শ্রীমঙ্গল উপজেলাতেও নির্ধারিত পরিমাণ বৃক্ষ রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

১৬ জুলাই বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় এ উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাজ্জাদ হোসেন চৌধুরী সহ শ্রীমঙ্গল উপজেলা ও বন বিভাগের কর্মকর্তারা।

জানা যায় এই কর্মসূচি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে । এছাড়াও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে ২৫০০ টি চারা রোপণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com