(ভিডিওসহ) স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪২টি মামলায় ২০ হাজার ৬’শ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে সরকার নিদর্শিত স্বাস্থ্যবিধি অনুসরণে শৈথিল্য ও ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে ১৬ জুলাই সন্ধ্যা ৬ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত শহরের কুসুমবাগ, ওয়াপদা রোড, বাস স্ট্যান্ড ইত্যাদি এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে ছিলেন সুমন চন্দ্র দাস, সুনজিত কুমার চন্দ, আসমা উল হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার, এবং শামীমা আফরোজ।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নিদর্শিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অপরাধে ৪২ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ হাজার ৬’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন কর্তৃক একযোগে মোবাইল কোর্ট পরিচালনার এ ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন