করোনা ভাইরাস: ইয়েলো ও গ্রিন জোনে কমলগঞ্জ
July 16, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোকে জনসংখ্যা ও আক্রান্তের ভিত্তিতে জোন ভিত্তিক ভাগ করা হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার ৭টি উপজেলাকে রেড, গ্রিন ও ইয়োল হিসাবে চিহ্নিত করে ১৫ জুন তালিকা প্রকাশ করা হয়েছে। ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা এবং গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- রহিমপুর, পতনউষার, মুন্সীবাজার, শমশেরনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন পড়েছে গ্রিন জোনে। উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় রেড জোন চিহ্নিত হয়নি। তবে এ উপজেলায় এখন মঙ্গলবার ১৬ জুন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।
মন্তব্য করুন