করোনা ভাইরাস: ইয়েলো ও গ্রিন জোনে কমলগঞ্জ

July 16, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোকে জনসংখ্যা ও আক্রান্তের ভিত্তিতে জোন ভিত্তিক ভাগ করা হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার ৭টি উপজেলাকে রেড, গ্রিন ও ইয়োল হিসাবে চিহ্নিত করে ১৫ জুন তালিকা প্রকাশ করা হয়েছে। ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা এবং গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- রহিমপুর, পতনউষার, মুন্সীবাজার, শমশেরনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন পড়েছে গ্রিন জোনে। উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় রেড জোন চিহ্নিত হয়নি। তবে এ উপজেলায় এখন মঙ্গলবার ১৬ জুন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com