জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোটার॥ জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার এদিকে বীজ বিতরণ শেষে উপজেলা পর্যায়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
এ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন।
২০২০-২০২১ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার তিন হাজার কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হবে। বর্তমানে ৭০০ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ এর মাধ্যমে পরিবেশ মন্ত্রী বীজ বিতরণের করেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, করোনা কালে বিভিন্নভাবে কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার গবেষণা করে উন্নত মানের বীজ আবিষ্কার করায় বর্তমানে কৃষক ১ বিঘায় ২০ থেকে ৩০ মণ ধান উৎপন্ন করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
মন্তব্য করুন