শমশেরনগরে নতুন শপিং মলের উদ্বোধন

December 3, 2020,

জয়নাল আবেদীন॥ কমলগঞ্জের শমশেরনগর বাজারে এ প্রথম নতুন শপিং মলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শমশেরনগর বাজারে আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধনে সকল বয়সীদের  সব ধরনের পোষাক প্রসাধনী নিয়ে এ শপিং মল হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার (আনডার গ্রাউন্ড মার্কেট)। দোয়া করেন শেখুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।

এসময় উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা আলহাজ¦ মৌর মিয়া। উপস্থিত ছিলেন শরিফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, শমশেরনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, আব্দুস সালাম, আব্দুল কালাম প্রমুখ। এছাড়া ব্যাংকার, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জনসাধারন উপস্থিত ছিলেন। আন্ডার গ্রাউন্ড মার্কেটে সব ধরনের পোষাক প্রসাধনী একদর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com