ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

December 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মাধক বিরোধী অভিযান চালায়।

৪ ডিসেম্বর  গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড এলাকা থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হল জাহানারা বেগম (৩৯), স্বামী-রুহুল আমিন ভূঁইয়া (খোকন) (৫৮), উত্তর আকন্দপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ও (২) ফাহিম হোসেন (২৩), পিতা-মকবুল হোসেন, সাং-কলেজ রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। তাদের থেকে ৪৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫৩৪০০ টাকা জব্দ করা হয়। র‌্যাবের জিজ্ঞাসা বাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

জব্দ কৃত আলামত সহধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com