বিশেষ মুনাজাতের মাধ্যমে বরুণা মাদরাসায় ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের জোড় সমাপ্ত

December 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী বরুণা টাইটেল মাদরাসায় সিলেট বিভাগের ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের জোড় ৫ ডিসেম্বর শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।  আলমী শুরা কর্তৃক পরিচালিত ৩ দিনব্যাপী তাবলিগী জোড়ের আখেরী মুনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা আহমদ বাট্টা। অনুষ্ঠিত জোড়ে সিলেট বিভাগের প্রায় বিশ সহস্রাধিক চিল্লার সাথীরা এতে অংশ নেন। এছাড়া জুমআর নামাজ এবং আখেরি মুনাজাতে প্রায় অর্ধলক্ষ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বাদ আসর তাবলিগ জামাতের আহলে সূরার সদস্য ও কাকরাইলের বিশিষ্ট মুরব্বি মাওলানা ফারুক আহমদের আম বয়ানের মাধ্যমে ৩দিনব্যাপী জোড়ের কার্যক্রম শুরু হয়। শুক্রবার বরুণা মাদরাসাস্থ মসজিদে আবু বকরে সিলেট বিভাগের বৃহত্তম জুমআর জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে আলোচনা, জুমআর খুৎবা এবং নামাজের ইমামতি করেনআঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, বরুণার পীর, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। তাবলিগ জামাতের ৩দিনব্যাপী এই জোড় সুষ্ঠুভাবে শুরু এবং সুন্দর-সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃজ্ঞতা ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানান বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com