শ্রীমঙ্গলে প্রবীন প্রতিবন্ধীদের নিয়ে এসডিডিবি প্রকল্পের প্রাক বড়দিন উৎসব অনুষ্টিত,

December 7, 2020,

শ্রীমঙ্গল:প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের শিশেলবাড়ী চা বাগানে কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে রোববার ৬ ডিসেম্বর সকাল ১০টায় শিশেলবাড়ী চা বাগানের স্কুলে প্রবীন প্রতিবন্ধীদের নিয়ে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠান

অনুষ্টিত হয়েছে। এসডিডিবি প্রকল্পের ফিল্ড এনিমেটর বনিফাস লিটন সরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশেলবাড়ী চা বাগান পঞ্চায়েত সদস্য,গণেশ দাশ,স্কুল শিক্ষিকা ভেরনিকা কন্দ,সমাজকর্মী বিকাশ বুনার্জী প্রমুখ।উক্ত অনুষ্ঠানে চা বাগানের ৩০জন প্রতিবন্ধী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com