ছয় সন্তানকে শিক্ষিত করে জয়িতা পুরস্কার পেলেন চা শ্রমিক শিলা গোয়ালা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের চা জনগোষ্ঠীর সেই নারী শিলা গোয়ালা পেলেন জয়িতা পুরস্কার। বুধবার ৯ ডিসেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স হলে রোকেয়া দিবসে তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল জননী হিসেবে দেয়া হয় জয়িতা পুরস্কার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক শ্রীমঙ্গল উপজেলা বিএম এর সভাপতি ডা: হরিপদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
উল্লেখ্য শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের চা শ্রমিক নারী নিজে লেখাপড়া না শিখতে পারলেও তাঁর ৬টি সন্তানকে করেছেন উচ্চ শিক্ষিত। নিজে পরিশ্রম করে জয় করেছেন দারিদ্রতাকেও। শুধু নিজের সন্তানকে লেখা পড়া করিয়ে তিনি বসে নেই বাগানের লেবার লাইনে লাইনে ঘুরে তিনি অন্য শ্রমিকদেরও তাদের সন্তানদের লেখা পড়া করার জন্য উৎসাহ দেন। তার এ কর্মকান্ড নিয়ে ইতিমধ্যে গণ্যমাধ্যমে তিনি বেশ আলোচিত ছিলেন।
এ সময় বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন এবং ইউনিয়ন পর্যায়ে আরো তিনজন নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়।
মন্তব্য করুন