বিজয়ের মাসে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মাস্ক, বৃক্ষ চারা, স্কুল ব্যাগ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে 

December 10, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, সাংবাদিকদের এন ৯৫ মাস্ক, বিভিন্ন প্রজাতির ফলদ চারা ও গরীব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ ডিসেম্বর বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে ফলদ বন্ধু মো: আব্দুল আলীম লোদী ও লন্ডন প্রবসী এম এ তাহের রাহমান এর সহায়তায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রেসক্লাব সহ সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্যদেন আরটিভি মৌলভীবাজার এর স্টাফ রির্পোটার চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার দাশ সুমন, দৈনিক দেশ এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন ও সাংবাদিক আল ইব্রাহিম।

আয়োজকরা জানান, করোনার কারণে বিজয়ের মাসের অনেক কর্মকান্ড স্থবির হয়ে আছে। তাই বিজয়ের মাসের সংক্ষিপ্ত কর্মকান্ড হিসেবে তারা এ উদ্যোগ নেন।  অনুষ্ঠানে ২০টি স্কুল ব্যাগ, ৫০টি ফলদ বৃক্ষের চারা , ২০ টি পরিবারকে খাদ্য সামগ্রী ও সাংবাদিকদের মধ্যে এন ৯৫ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে বৃক্ষ রোপনে বিশেষ ভুমিকা রাখায় ফলদ বন্ধু মো: আব্দুল আলীম লোদীকে ও মানব সেবায় ভূমিকা রাখায় লন্ডন প্রবাসী এম এ তাহের রাহমান কে সম্মাননা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com