কমলগঞ্জ পৌরসভা পৌরসভা নির্বাচন : মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চান ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাকের

December 10, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন দারুল হিকমাহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ সমাজসেবক ও সংগঠক মো. আতিকুর রহমান সাকের। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জের আদমপুর রোডস্থ আলেপুর দারুল হিকমাহ একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান এর চাচা মো. ইয়াছিন মিয়াসহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান সাকের জানান, ইতিমধ্যেই এলাকার তরুণ সমাজের ভালোবাসায় সিক্ত হয়ে গেছি। তাই এলাকার মানুষের অধিকার আদায়, তাদের সুখে-দু:খের সাথী হয়ে নিজেকে বিলিয়ে দিতে চাই। এলাকার যুব সমাজকে মাদক মুক্ত করতে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তাদের অধিকতর মনোনিবেশ করতে এবং সমাজের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতেই মূলত পৌরসভা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করছি। তিনি আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে নি:স্বার্থভাবে এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকায় তাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। তাই ভোটারদের এমন চাহিদার কারনেই আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে নিজে একজন কাউন্সিলর প্রার্থী।

জানা যায়, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় ভোট হবে ব্যালেটে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com