শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

December 10, 2020,

তোফায়েল পাপ্পু॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদার সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়। সকাল ১০টায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। সকাল ১১টা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের লেবার হাউজে এক আলোচনা সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় তারা চা শ্রমিকদের ভূমি অধিকারসহ সকল ধরনের মৌলিক অধিকার পাওয়ার দাবি জানান। চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ একন্দের সভাপতিত্বে এতে বক্তব্য  রাখেন চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ। এছাড়াও স্বরবর্ণ সামাজিক সংগঠনের সভাপতি তোফায়েল পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com