বৃক্ষ রোপন করে সাংবাদিক বিকুল চক্রবর্তীর জন্মদিন পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বৃক্ষ রোপন করে জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার সহকর্মী সুহৃদদের নিয়ে ফলদ বৃক্ষ রোপন করে ব্যতিক্রমী আয়োজন দিনটি পালন করেন তিনি। বিকুল চক্রবর্তী এর আগেও তার জন্ম দিন গুলোতে বৃক্ষ রোপন করে পালন করতেন। বিকুল চক্রবর্তী পেশায় একজন গণমাধ্যমকর্মী হলেও তিনি জড়িত রয়েছেন বহুমূখী কর্মকান্ডে। সাংবাদিকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে প্রদর্শনীর মাধ্যমে তা নতুন প্রজন্মকে দেখানো তাঁর আরো একটি উল্লেখযোগ্য কাজ। একই সাথে সুযোগ পেলেই তিনি নিজে বৃক্ষ রোপন করেন এবং অন্যকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেন। তার এ কর্মকান্ডের জন্য ২০১৪ সালে বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভুষিত হন। পাশাপাশি তিনি শ্রীমঙ্গল সাংস্কৃতিক অঙ্গনেও একজন প্রিয় মূখ। তিনি শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক ও জনতা থিয়েটারের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিকুল চক্রবর্তী বিগত ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি দেশের সুনামধন্য জাতীয় দৈনিক ভোরের কাগজে বিগত ২১ বছর ধরে কাজ করছেন। একই সাথে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন একুশে টেলিভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডেইলি ইন্ডাস্ট্রিজে।
মন্তব্য করুন