শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের  মানববন্ধন

December 12, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন সাংস্কৃতি কর্মীরা।

মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সোহেল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর রতফদার, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজ্জাম প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর মানে এই দেশের অস্তিত্বের উপর আঘাত। উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করতে মৌলবাদী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন নেক্কারজনক কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com