১ লাখ ১ হাজার ভারতীয় বিড়ি জব্দ করেছে র্যাব ৯
December 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়।
১২ ডিসেম্বর শনিবার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানার কদমহাটা বাজারে চোরাচালানকারি কাপ্তান মিয়া (৩৮) পিতা-মৃত লেবু মিয়া, সাং-কদমহাটা, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে তার হেফাজত থেকে ভারতীয় ১,০১,০০০ শলাকা পাতার বিড়ি জব্দ করেন। জব্দ কৃত আলামতসহ সংশিষ্ট গ্রেফতার কৃত চোরা কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে বিশেষ ক্ষমত আইনে মামলা দায়ের করে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন