নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিজয় দিবস পালন

December 17, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বীরমাতা সম্মাননা (বীরাঙ্গনা), ছিন্নমুল এতিম শিশুদের নতুন সোয়েটার ও উন্নত খাবার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
১৬ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের সুহৃদ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত ও রুপা অধিকারীর আর্থিক সহায়তায় এ বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেছার উদ্দিন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক ছিন্নমূল শিশুর মধ্যে বিশেষ খাবার ও শীতের গরম কাপর বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে বিকলে অনুষ্ঠিত হয় বীরমাতা (বীরাঙ্গনা) সম্মাননা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনাসভা। এ পর্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। সন্ধায় বীর মুক্তিযোদ্ধাদের জানানো হয় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি। দুই শতাধিক পথ শিশু ও পথচারী ও ব্যবসায়ীল মধ্যে বিতরণ করা হয় বিজয় দিবসের মিষ্টি। এর আগে সকালে শ্রীমঙ্গল পৌর শহীদ বেদীতে ও পুরানবাজারস্থ মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণের কাঠের তৈরী ছোট শহীদ মিনারে অর্পন করা হয় শ্রদ্ধাঞ্জলী। একই সাথে বিজয়ের প্রথম প্রহরে সিন্দুরখান রোডস্থ বীরমাতা ( বিরাঙ্গনা) শিলা গুহকে শীতের কম্বল পরিয়ে ও কিছু নগদ অর্থ দিয়ে করোনাকালীণ এ বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com