কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী স্কুলে মহান বিজয় দিবস উদযাপন

December 17, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক রিপন কুমার সরকার, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রব শামীম, ছিদ্দিকুর রহমান চৌধুরী, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ ও শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অথিথিরা। সবশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com