কমলগঞ্জে টিভি এন্ড টিভি কাপ নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

December 17, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর একতা যুব সংঘের আয়োজনে স্থানীয় ইসলামাবাদ মাঠে টিভি এন্ড টিভি কাপ নাইট মিনিবার ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করা। ১৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণার্মেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে এবং খান মোহাম্মদ হোসেন ও আবুল বাশারের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোতাহের আলি, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য আব্দুল আহাদ মাধবপুর বাজার কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু প্রমুখ।

টুর্ণার্মেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে । উদ্বোধনী ম্যাচে আদমপুর ছনগাঁও ১৪৪ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক মাধবপুর ভাসানীগাঁও স্পোর্টিং ক্লাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com