শুভ বড়দিন উপলক্ষে কমলগঞ্জের ৪০টি গীর্জায় অনুদান বিতরণ

December 17, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীর আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জার খ্রিস্টান ধর্মাবলম্বী প্রধানদের হাতে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মীসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধানরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলাধীন ৪০টি গীর্জার ৫ লক্ষ ৬৮ হাজার টাকা টাকা বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com