জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

December 17, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পিকআক ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার ১৬ ডিসেম্বর বিকেল ৪ টায় জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ি (ভাঙ্গার পাড়) গ্রামের আইয়ুব আলীর ছেলে নাহিদ আহমদ মুন্না (১৮) এবং টালিয়াউড়া গ্রামের আত্তর আলীর ছেলে ইব্রাহিম আলী (১২) মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাবার পথে জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পাশে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে।এতে তারা দুজন গুরতর আহত হয়। গুরতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাহিদ আহমদ মুন্না রাত ৮টার দিকে মারা যায়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। জুড়ী থানা ওসি সঞ্জয় চক্রবর্তী, সড়ক দূর্ঘটনায় নাহিদ আহমদ মুন্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com