পথশিশু ও চা শ্রমিক শিশুদের মাঝে সাংবাদিক ইসমাইল মাহমুদের মাস্ক বিতরণ

December 19, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে করোনা সচেতনতায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, চা শ্রমিক ও পথশিশুদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, লেখক-কলামিস্ট ও শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ।

১৬ ডিসেম্বর বুধবার রাতে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, হবিগঞ্জ রোড, কালিঘাট রোড এলাকায় প্রায় শতাধিক পথশিশু ও দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করেন গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ। এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগি সদস্য নূর মোহাম্মদ সাগর, মো. সুমন মিয়া, মো. শাকির আহমদ উপস্থিত ছিলেন। পরদিন ১৭ ডিসেম্বর রাতে ইসমাইল মাহমুদ উপজেলার কাকিয়াছড়া চা বাগানে চা শ্রমিকদের মধ্যে শতাধিক মাস্ক বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইসমাইল মাহমুদ বলেন, ‘বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি এবং বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কায় সরকার করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সেই সঙ্গে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র সামর্থের আলোকে আমার এ প্রয়াস।তিনি বলেন, ‘এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে সমাজের সচেতন ব্যক্তিরা নিজস্ব উদ্যোগে এগিয়ে আসলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা হ্রাস করা সম্ভব।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com