কমলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

December 19, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যানএই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।

এ সময় বক্তারা বিদেশে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com