শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা লক্ষ্যে মাস্ক বিতরণ
December 19, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক স্টিকার বিভিন্ন মার্কেট ও দোকানে লাগিয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। এছাড়াও সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন